রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন-২০২২, ১৯ পদে ৩৭টি মনোনয়নপত্র বিক্রি : আয় ৫,৫৫০ ডলার

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন-২০২২, ১৯ পদে ৩৭টি মনোনয়নপত্র বিক্রি : আয় ৫,৫৫০ ডলার

স্বদেশ রিপোর্ট : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচন ঘিরে কার্যকরী পরিষদের ১৯ পদে ৩৭টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এতে সংগঠনের আয় হয়েছে ৫,৫৫০ ডলার। প্রতিটি মনোনয়নপত্র প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়েছে ১৫০ ডলার করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিক্রির দিন রোববার (৩ এপ্রিল) বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্ভাব্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, নির্বাচনী তফসিল মোতোবেক আগামী ৮ মে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৫ জুন। ১১ হাজারোধিক ভোটার এই নির্বাচনে ভোটদান করবেন বলে আশা করা হচ্ছে।
জানা যায়, রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটির উডসাইডের গুলশান ট্যারেসে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। ৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিমের নেতৃত্বে কমিশনের অপর দুই সদস্য মিনহাজ আহমদ ও সাব্বির হোসেন মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমে অংশ নেন। এ সময় সম্ভাব্য ‘বদরুল-মইনুল’ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাক পদপ্রার্থী মইনুল ইসলাম সহ অন্যান্য প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্রের প্যাকেজ ক্রয় করা হয়। এছাড়াও একক প্রার্থী হিসেবে একাধিক ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ মনোনয়নপত্র ক্রয় করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শাহ মিজান, আবুল ফজল লিটন, দরুদ মিয়া রনেল, সাইকুল ইসলাম, সারোয়ার হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে ৩৭টি মনোনয়ন পত্র (প্যাকেজ) বিক্রি হয়েছে। যা থেকে সংগঠনের আয় হয়েছে ৫,৫৫০ ডলার। তিনি জানান, ‘বদরুল-মইনুল’ প্যানেলের পক্ষ থেকে ২২টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। বাকী ১৫টি মনোনয়নপত্র প্যাকেজ এককভাবে ক্রয়-বিক্রয় হয়েছে।
‘বদরুল-মইনুল’ প্যানেলের মনোনয়পত্র ক্রয়ের সময় জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী সদস্য হেলিম উদ্দিন, রোকন হাকিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঈনুজ্জামান চৌধুরী, আমিনুল হোসেন, রেজাউল আলম অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতি পদে আবুল ফজল লিটন এবং সাধারণ সম্পাদক পদে দরুদ মিয়া রনেল ও সাইকুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম পরিদর্শনের জন্য এসোসিয়েশনের বর্তমান সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877