স্বদেশ ডেস্ক:
যশোরে একটি বেসরকারি হাসপাতালের লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে মফিজুর রহমান শেখ (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার পর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আটক তিনজন হচ্ছেন, হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান, লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজী।
এদিকে মফিজুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভাগ্নে অপু।
পুলিশ জানিয়েছে, মফিজুর রহমানের মা ৯০ বছর বয়সী আছিয়া বেগম পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। মফিজুর রহমান গত বৃহস্পতিবার হাসপাতালের সপ্তম তলায় মাকে দেখে নিচে আসেন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শুক্রবার থানায় ডায়রি করা হয়। শনিবার তার লাশ উদ্ধার হয় হাসপাতালের লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে।