বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ভালো আছে, এটা পাকিস্তানপ্রেমীদের পছন্দ হয় না : আইনমন্ত্রী

বাংলাদেশ ভালো আছে, এটা পাকিস্তানপ্রেমীদের পছন্দ হয় না : আইনমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। পাকিস্তানপ্রেমীরা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না যে বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

বিএনপির উদ্দেশে আনিসুল হক বলেন, ‘আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার, আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাতেন। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে, তারা দেশের জাতীয় পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে, বাংলাদেশ তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি হাতে নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরতো, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। যদি দুই মিলিয়ন ডলার দিত, তাহলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এই টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরা হতো। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877