শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

বিমসটেক সম্মেলন শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিমসটেক সম্মেলন শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বুধবার সকালে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের পঞ্চম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাক্রমে ঢাকা এবং নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

বিমসটেক কনভেনশনে ফৌজদারি বিষয়গুলোর পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বা মনোনীতরা স্বাক্ষর করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877