শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

ভারতে করোনা পজিটিভিটি রেট কমে ২০ শতাংশ

ভারতে করোনা পজিটিভিটি রেট কমে ২০ শতাংশ

স্বদেশ ডেস্ক:

নতুন করে করোনা আতঙ্ক গ্রাস করছে চীনকে। তবে ভারতে আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও। যে কারণে আগামী ৩১ মার্চের পর থেকে কোভিড সংক্রান্ত প্রায় সব বিধিনিষেধ তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। একই সাথে দেশে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১৪ হাজার ৭০৪। আপাতত ভারতে অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। তবে করোনা এখনও কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ।

রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। ফলে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২১ হাজার ১০১ জনে।

এসবের মধ্যেও অবশ্য স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৪১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৮৭৬ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877