স্বদেশ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ার ইসলামবাদ রাবার বাগান এলাকায় মাটিচাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামবাদ গ্রামে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- সুমন মিয়া, নাহিদ আহমদ ও আব্দুল কবির। তাদের বয়স চার থেকে পাঁচ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কুলাউড়ার ইসলামবাদ গ্রামে একটি টিলায় পাখির বাচ্চা ধরতে যায় শিশুরা। এ সময় টিলাটি হঠাৎ ধসে পড়লে তারা মাটিচাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।