মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

ভারত, করোনাভাইরাস, সংক্রমণ

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ১৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১১৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।

এর আগে মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২১ জনের শরীরে। তবে মারা যায়নি কেউ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877