বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

বিচারপতি সাহাবুদ্দীনের সম্মানে রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২

স্বদেশ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এদিন সকাল ১০টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জানাজা অনুষ্ঠিত হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি রয়েছে। এ সময় চেম্বার আদালতসহ কোর্টের কয়েকটি অবকাশকালীন বেঞ্চ চালু থাকছে। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে রোববার অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাহাবুদ্দীন আহমদ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ