স্বদেশ রিপোট
বাংলাদেশ সোসাইটির নির্বাচন করতে ব্যর্থ হওয়া এবং সংগঠনের অর্থের অপচয় করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোসাইটির ট্রাস্টি বোর্ড ও পরিচালনা পরিষদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়ন-আলী পরিষদ। এ লক্ষ্যে ওই প্যানেলের প্রার্থীরা অচিরেই পরিচালনা পরিষদের সাথে বৈঠকে বসবেন।
বৈঠকে সোসাইটির উদ্ভূত পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের নির্বাচন না করার বিষয়টি তুলে ধরা হবে। এরপর তারা যাবতীয় বিষয় নির্ধারণ করে চিঠি চূড়ান্ত করবেন। এরপর ওই চিঠি নয়ন-আলী প্যানেলের পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর কাছে পাঠাবেন। চিঠিতে তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অনুরোধ জানাবেন। বর্তমান কমিশন নির্বাচনের উদ্যোগ নিতে ব্যর্থ হলে নতুন কমিশন গঠন করে তাদের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে চিঠিতে অনুরোধ জানানো হবে।
নয়ন আলী প্যানেলের একজন প্রার্থী বলেন, আমরা গত ৫ মার্চ সংবাদ সম্মেলন করে কমিশনকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানালেও কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য এখন আমরা বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও পরিচালনা পরিষদ বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।