স্বদেশ রিপোট
যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা আগামী ২০ মার্চ রোববার। এদিন সন্ধ্যা ৬টায় জামাইকার পার্সন্স বুলেবার্ডস্থ নবাবী রেষ্টেুরেন্টে সভাটি অনুষ্ঠিত হবে বলে অতি সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী কমিটির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়।টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফ। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সাধারণ সভায় ২০২২-২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হবে। এছাড়াও আগামী দুই বছরের জন্য সোসাইটির কর্ম পরিকল্পনাও নির্ধারণ করা হবে বলে সকল প্রবাসী টাঙ্গাইলবাসীকে সাধারণ সভায় উপস্থিত থাকার সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন।