বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

আইপিএলের মতো পিএসএলেও হবে নিলাম

আইপিএলের মতো পিএসএলেও হবে নিলাম

স্পোর্টস ডেস্ক:

অনেকদিন ধরেই আইপিএলে ব্রাত্য পাকিস্তানের ক্রিকেটাররা। তারপর থেকেই পাকিস্তানে শুরু হয়েছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। আগামীবার থেকে আইপিএলকে টেক্কা দেয়ার জন্য নতুন পন্থা নিয়ে হাজির হচ্ছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। আইপিএলের মতো পিএসএলেও হবে নিলাম।

রমিজ জানান, ড্রাফটের পরিবর্তে আগামী আসর থেকে পিএসএলে হবে নিলাম। নিলাম হলো টাকার খেলা। নিলাম হলে, পিএসএল বাদ দিয়ে কে আইপিএলে খেলতে যায়, সেটিই দেখতে চান। এখন পর্যন্ত পিএসএলে সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। সবগুলো আসরেই ড্রাফটের মাধ্যমে নিজেদের দল সাজিয়েছিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের পরিবর্তে নিলাম আয়োজনের ছক কষেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ। তিনি বলেন, ‘আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে। পিএসএল এবং আইসিসির তহবিল ছাড়া আমাদের কিছুই নেই। আগামী বছর থেকে আমাদের মডেল কি হবে সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। আগামী মৌসুম থেকেই নিলাম চালু করতে চাই। এ নিয়ে চাহিদা আছে, কিন্তু এটা নিয়ে সিদ্ধান্ত নিতে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বসতে হবে।’

আইপিএলকে টেক্কা দেয়াই মূল লক্ষ্য রমিজের। তিনি বলেন, ‘এটি একটি টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেট আর্থিকভাবে শক্তিশালী হলে আমাদের সম্মানও বাড়বে। সেই অর্থনীতির মূল চালক হলো পিএসএল। আমরা যদি পিএসএলের নিলাম মডেল চালু করি তবে আমাদের আর্থিক শক্তি বাড়বে। আমি আইপিএলের আদলে আয়োজন করতে চাই এবং এরপর দেখতে চাই পিএসএল বাদ দিয়ে কে আইপিএল খেলতে যায়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877