শনিবার, ১১ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

ইউক্রেনের শরণার্থী প্রশ্নে হাসি দিয়ে বিপাকে কমলা

ইউক্রেনের শরণার্থী প্রশ্নে হাসি দিয়ে বিপাকে কমলা

স্বদেশ ডেস্ক:

রাশিয়ার অভিযানে বাস্তুচ্যুত ইউক্রেন শরণার্থীদের নিয়ে করা এক প্রশ্নে হেসে ফেলায় সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সফরে ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দুদার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কাণ্ড ঘটে।

ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইউক্রেনের শরণার্থী প্রসঙ্গে দুই নেতাকে প্রশ্ন করেন। তার প্রশ্ন ছিল- যুক্তরাষ্ট্র কি ইউক্রেনের শরণার্থীদের গ্রহণ করবেন? পোল্যান্ডের প্রেসিডেন্ট কি যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করবেন?

প্রশ্নের উত্তর দেওয়ার আগে কমলা হ্যারিস তার পাশে থাকা পোল্যান্ডের প্রেসিডেন্টের দিকে তাকান এবং বলেন, ‘বিপদেই বন্ধুর পরিচয়’। এ কথা বলার পর হেসে ফেলেন তিনি এবং বেশ কয়েক সেকেন্ড পর্যন্ত তার সেই হাসি ছিল।

এর মধ্যেই দুদা বলেন, ইউক্রেনের শরণার্থীদের নিরাপত্তা রক্ষায় কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করার জন্য ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে পোল্যান্ড। পরে কমলা হ্যারিস বলেন, রুশ অভিযান শুরুর পর ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রতিদিন যে বিপুল পরিমাণ শরণার্থী আসছেÑ সে বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের শরণার্থীদের নেবে কিনা- সে বিষয়ে কোনো উত্তর দেননি কমলা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমালোচনা করে টুইট করেছেন। এক টুইটার ব্যবহারকারী বলেছেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এখানে হাসির কী আছে?

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি উপদেষ্টা প্যানেলের সদস্য জর্জ পাপাডোপৌলোস বিদ্রুপ করে টুইটবার্তায় বলেন, পোল্যান্ডের নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস খুবই মনযোগী ছিলেন। এই হাসিই তার প্রমাণ। আরেক ব্যবহারকারী বলেছেন, ইউক্রেনে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তা গত ৮০ বছরেও দেখা যায়নি। এ অবস্থায় দমবন্ধ হয়ে আসার কথা, আর তিনি হাসছেন!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877