মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

ভারতে দৈনিক মৃত্যু নামল এক শ’র নিচে

ভারতে দৈনিক মৃত্যু নামল এক শ’র নিচে

স্বদেশ ডেস্ক:

চীনে করোনা নতুন করে আতঙ্ক ছড়ালেও ভারতে নতুন করে আতঙ্কের কোনো কারণ নেই। কারণ যত দিন যাচ্ছে ততই যেন করোনা মুক্তির দিকে এগোচ্ছে দেশ।

একটা সময় যে দৈনিক আক্রান্তের সংখ্যাটা তিন লাখে পৌঁছে গিয়েছিল, সেই দৈনিক আক্রান্তের সংখ্যাটাই আজ নেমে এসেছে সাড়ে ৩ হাজারের কাছাকাছি। আরো স্বস্তির খবর হলো, এদিন দৈনিক মৃতের সংখ্যা নেমে এসেছে এক শ’র নিচে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৪ জন। যা আগের দিনের তুলনায় ১৪ শতাংশ কম। শুধু আগের দিন নয়, গত কয়েক মাসের মধ্যেই এই আক্রান্তের সংখ্যাটা সর্বনিম্ন।

সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমার পাশপাশি বড় সংখ্যায় কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ৮৯ জন। এই সংখ্যাটাও কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। দেশে এখনো পর্যন্ত কোভিডের বলি ৫ লাখ ১৫ হাজার ৮০৩ জন।

ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার ৫৫৯। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.০৯ শতাংশে।

পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লাখ ৩১ হাজার ৫১৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫ হাজার ১৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877