বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

ছোটদের ঝগড়া থামাতে যাওয়া নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২

স্বদেশ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছোটদের ঝগড়া থামাতে গিয়ে নিহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আতোয়ার রহমান (৩৫) নামের ওই শ্রমিককে গ্রামের কতিপয় যুবক পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার ওই গ্রামের পশ্চিমপাড়ার বুলু আকন্দের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, স্কুলছাত্ররা আগামী রোববার পিকনিকে যাওয়ার জন্য  গ্রামের একটি দোকানের পাশে ব্যানার টাঙিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এ নিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধের একপর্যায় হাতাহাতি শুরু হয়। ছোটদের সেই বিরোধে গ্রামের কিছু নারী-পুরুষও জড়িয়ে পড়েন। এ সময় আতোয়ার বিরোধ থামাতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, ছোটদের ঝগড়াটি ওই গ্রামের কিছু নারী উসকে দেন। আতোয়ার ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ