বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘স্কয়ার সুরের সেরা’র বিচারক ন্যান্সি-সিয়াম

‘স্কয়ার সুরের সেরা’র বিচারক ন্যান্সি-সিয়াম

বিনোদন ডেস্ক

শেষ প্রান্তে চলে এসেছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের লড়াইয়ে আজ (১১ মার্চ) সেরা-৬ প্রতিযোগী প্রথমবারের মতো একই পর্বে গাইবেন ২টি গান, তাও দ্বৈত গান। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন সংগীতশিল্পী ন্যান্সি। এ ছাড়া আগামীকাল শনিবার (১২ মার্চ) সেরা-১০ থেকে বাদ পড়ে যাওয়া ৬ জন প্রতিযোগী গাইবেন নিজেদের পছন্দের গান। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়ক সিয়াম আহমেদ। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে। আজ বিচারকদের সামনে গান পরিবেশন করবেন স্কয়ার পরিবারের হৃদয়, জয়প্রকাশ, সুকান্ত, মুমু, আরিফুল ও জুঁই। পুরো আয়োজনের সঞ্চালক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার। প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877