স্বদেশ ডেস্ক:
যুদ্ধ অবসানে প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৃহস্পতিবার বৈঠক হয়েছে। তবে এ বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তিনি বলেছেন, তার দেশ আত্মসমর্পণ করেনি এবং করবেও না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কুলেবা আরও বলেন, ‘যুদ্ধবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছি, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি, কিন্তু কোনো অর্জন নেই।’ তিনি বলেন, ‘দেখা যাচ্ছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাশিয়া আরও লোকজন রয়েছে|’
অবরুদ্ধ মারিউপোল শহরে একটি মানবিক করিডোরের ব্যাপারে চুক্তি করতে চাইলে সে ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কোনো সিদ্ধান্ত দিতে পারেননি বলে জানান কুলেবা।
তিনি বলেন, দুর্ভাগ্যবশত মন্ত্রী ল্যাভরভ এ ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়ার অবস্থানে নেই। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
কুলেবা বলেন, ‘আমি আবারও বলতে চাই যে, ইউক্রেন আত্মসমর্পণ করেনি, করে না এবং করবেও না।’