স্বদেশ ডেস্ক:
ইউক্রেন অভিযানে রাশিয়ার ৫ থেকে ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানান।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, ইউক্রেন অভিযানে ১৫ হাজার থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘রাশিয়ার হতাহতের সংখ্যা অনেক’। তার দাবি এই সেনা মৃত্যুর হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই।
অবশ্য ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত অভিযানে ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও রাশিয়া বলছে এ পর্যন্ত ইউক্রেনে তাদের পাঁচশ’ সেনা মারা গেছেন।
তবে যুদ্ধ পরিস্থিতির জন্য বিবিসির পক্ষে কোনো পক্ষের দাবির সত্যতাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।