স্বদেশ ডেস্ক:
আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রক্রিয়া। চলবে ৩১ মার্চ পর্যন্ত এমনটাই জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। গতকাল মঙ্গলবার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, আলিম পরীক্ষা-২০২২ (শিক্ষাবর্ষ-২০২০-২০২১) এর রেজিস্ট্রেশন কার্ড আগামী ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আঞ্চলিক কার্যালয় সমূহ ও বোর্ডের মাধ্যমে বিতরণ করা হবে।
এতে আরও বলা হয়, উল্লিখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ওই বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।
এর আগে, চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে মাদরাসা শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, দাখিল পরীক্ষা শুরু হবে ১৯ জুন। আর আলিম পরীক্ষা শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত বছরের শেষের দিকে ২০২১ সালের দাখিল ও আলিম শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। আর অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়।