স্বদেশ ডেস্ক:
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেন সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১০ কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।
রাশিয়ার ধারাবাহিক হামলার মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ ঘোষণা এলো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই তহবিলটি ইউক্রেনীয় কল্যাণ, পেনশন ও সরকারি খাতের বেতনের অর্থ প্রদানে সহায়তা করবে। এর আগে ইউক্রেনকে প্রায় ৩০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
জানা গেছে, বিশ্বব্যাংকের মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে। অন্যান্য দেশগুলো এরই মধ্যে ইউক্রেনে অর্থ দ্রুত পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছে।