শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

সিইসির বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূতের অসন্তোষ

সিইসির বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূতের অসন্তোষ

স্বদেশ ডেস্ক:

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর ভি মানতিৎস্কি।

সিইসি গত ২৮ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রাজনৈতিক দলগুলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো মাঠে থাকার আহ্বান জানান। আর এ কারণেই আপত্তি রাশিয়ার রাষ্ট্রদূতের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে সিইসির ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান রাশিয়ার রাষ্ট্রদূত।

তবে রাশিয়ার রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে জানাননি বলে মন্ত্রণালয় থেকেও তাকে এ বিষয়ে জবাব দেওয়া হয়নি।

 

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়ার সৈন্যরা। এখনো এ অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877