স্বদেশ ডেস্ক:
যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে জামালপুরে ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এছাড়াও জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে।