স্বদেশ ডেস্ক:
রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রুবলের পতন ঠেকাতে মস্কো স্টক এক্সচেঞ্জের লেনদেন টানা তৃতীয় দিনের মতো স্থগিত রয়েছে।
বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বুধবার মস্কো স্টক এক্সচেঞ্জের লেনদেন টানা তৃতীয় দিনের মতো স্থগিত থাকবে।
বিবৃতিতে আর বলা হয়েছে, চলতি এই সপ্তাহে প্রথমবারের মতো সীমিত পরিসরে
চালুর অনুমতি দেয়া হবে।
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে মুদ্রা রুবলের দাম ব্যাপক হারে কমতে শুরু করে। এতে গত সোমবার রুবলের পতন ঠেকাতে মস্কো স্টক এক্সচেঞ্জের লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।