মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যুহারে উদ্বেগ

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যুহারে উদ্বেগ

স্বদেশ ডেস্ক:

মহামারীর ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ ভারত। প্রায় প্রতিদিনই কোভিড গ্রাফে বড়সড় পতন চোখে পড়ছে। মঙ্গলবারও ফের লাফিয়ে কমল দেশের করোনা সংক্রমণ। তবে মৃত্যুর হারে উদ্বেগ জারি থাকছেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন, সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার। আর এক দিনে দেশে করোনার বলি ১৮০ জন। যা সোমবার ছিল ১১৯। মঙ্গলবার তা ফের বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬৪ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। অনেকটা কমেছে পজিটিভিটি রেটও। এই মুহূর্তে তা ০.২২ শতাংশ।

দেশে কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে তা ৯২ হাজার ৪৭২, যা আগের দিনের তুলনায় ১০ হাজার ১২৯ কম। শতকরা হিসেবে এই মুহূর্তে তা মোট করোনা রোগীর মাত্র ০.২২ শতাংশ। কোভিডের বিরুদ্ধে লড়তে টিকাকরণ চলছে জোরকদমে।

গত ২৪ ঘণ্টায় ১৮ লাখ ২২ হাজারের বেশি মানুষের টিকাকরণ সম্পূর্ণ। এ নিয়ে মোট ১৭৭ কোটি ৭০ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন বলে জানা যাচ্ছে পরিসংখ্যানে। টিকা দেয়া হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের এবং বয়স্কদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877