শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

শাকিব-বুবলীর রোমান্স……!

শাকিব-বুবলীর রোমান্স……!

বিনোদন ডেস্ক: মুক্তি পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার প্রথম গান ‘কত ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। ‘কত ভালোবাসি তোরে কী করে বোঝায়, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’Ñ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এস কে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়। গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। এক দিনেই ২ লাখ ৭৪ হাজারের বেশিবার দেখা হয়েছে এই গানটি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877