বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা প্রদান: স্বাস্থ্যমন্ত্রী

একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা প্রদান: স্বাস্থ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক: একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানন।

মন্ত্রী বলেন, গতকাল সব মিলিয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে এক কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ দেয়া হয়েছে। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

অনুষ্ঠান আরো উপস্তিত ছিলেন, স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877