মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

স্বদেশ ডেস্ক:

অভ্যন্তরীণ বিরোধের জেরে পঞ্চগড়ে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শুক্রবার রাত দশটা থেকে শ্রমিকরা পঞ্চগড়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ এবং পরবর্তীতে সড়ক অবরোধ করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের ঘোষণা দেন।

এর প্রতিবাদে শ্রমিকরা পঞ্চগড় সার্কিট হাউসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখান থেকে সরে  শ্রমিকরা ধাক্কামারা গোল চক্কর এলাকায় সড়ক অবরোধ করেন। সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

 

অবরোধে রাতে পঞ্চগড় পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে বাস, পিকআপ, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে।

শ্রমিকদের দাবি, আদালতের রায় এখনো প্রকাশ হয়নি। শুধুমাত্র একজন আইনজীবীর মাধ্যমে একটি কাগজ দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। যদি নির্বাচন বন্ধ করা হবে তাহলে নির্বাচনি কার্যক্রম শুরুর সময়ে কেন বন্ধ করা হয়নি। তারা অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া চালুর দাবি জানান।

শ্রমিক নেতারা বলছেন, নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877