স্বদেশ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিবি) পূর্ব বিভাগ অভিযান চালিয়ে ছয়জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি ও একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল বুধবার রাতে ডিবি (ইস্ট) যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি গাড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান।