বুধবার, ০৮ মে ২০২৪, ১২:০১ অপরাহ্ন

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বদেশ ডেস্ক:

বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাপ্পি লাহিড়ী ৮০ এবং ৯০ এর দশকে নৃত্য সঙ্গীতকে ভারতে জনপ্রিয় করে তোলেন। তিনি আজ মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মাত্র ১০ দিনের ব্যবধানে সঙ্গীত জগতের তিন নক্ষত্রপতন হলো। গত ৬ ফেব্রুয়ারি মারা যান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর মারা যাওয়ার ৯ দিন পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মারা যান ভারতের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯০ বছর। সন্ধ্যাকে হারানোর একদিন পরই এল বাপ্পি লাহিড়ির মৃত্যুর দুঃসংবাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877