শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আইপিএল: এক নম্বর টি২০ ব্যাটার পেলেন না দল

আইপিএল: এক নম্বর টি২০ ব্যাটার পেলেন না দল

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার ডেভিড মালান কোনো দল পেলেন না। কলকাতার সাবেক নেতা মরগানকেও কেউ নিল না। এদিকে দিনের শুরুতে মার্করামকে ২ কোটি ৬০ লাখে নিল সানরাইজার্স। ১ কোটি টাকায় রহাণেকে তুলে নিল কলকাতা।

লিভিংস্টোনকে নিয়ে লড়াই চলছিল কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে। পরে যোগ দেয় পঞ্জাব এবং গুজরাত। শেষ পর্যন্ত ১১.৫ কোটিতে পঞ্জাবে যোগ দিলেন।

১ কোটি ১০ লাখ টাকায় ডমিনিক ড্রেকসকে কিনল গুজরাত টাইটান্স। ১ কোটি ৭০ লাখে জয়ন্তকে কিনল গুজরাত টাইটান্স। ৬ কোটিতে ওডিয়ান স্মিথকে কিনল পঞ্জাব কিংস। দক্ষিণ আফ্রিকার লম্বা জোরে বোলারকে ৪ কোটি ২০ লাখে কিনল সানরাইজার্স।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের মেগা নিলামে মোট ৬০০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হচ্ছে। যার মধ্যে শনিবার দল পেয়েছেনন প্রথম সারির বেশির ভাগ দেশী ও বিদেশী তারকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877