স্বদেশ ডেস্ক: ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের ওপর গুলিবর্ষণ করার পরই ইসরাইলি সেনাদের পাল্টা গুলিবর্ষণে তিনি নিহত হন বলে দাবি করেছে ইসরাইল। এ ঘটনায় তিন ইসরাইলি সৈন্য ‘আহত’ হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানায়। খবর এএফপি’র।
একটি ইসরাইলি ট্যাঙ্ক ঘটনার সময় হামাস মিলিটারি পোস্টকে টার্গেট করেছিল। ইসরাইলের সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা দাবি করেছে।