স্বদেশ ডেস্ক:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য মো. রোস্তম আলীর ভাতিজিসহ শতাধিক নিয়োগকে কেন্দ্র করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানান, উপাচার্যের মেয়াদকালের এটাই ছিল রিজেন্ট বোর্ডের সর্বশেষ সভা। এতে ৬০টির বেশি এজেন্ডা ছিল। কিন্তু শুরুতেই উপাচার্য তার ভাতিজিসহ শতাধিক নিয়োগের বিষয় নিয়ে কথা বললে সভায় উপস্থিত অন্য শিক্ষকরা তাতে আপত্তি জানান।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি আব্দুল আলীম বলেন, ভাতিজির নিয়োগ নিয়ে প্রশ্ন তুললে উপাচার্য সভা ছেড়ে যেতে উদ্যত হন। এ সময় অন্য শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ সভায় আলোচনার জন্য শিক্ষকদের পদোন্নতিসহ আরও অনেক এজেন্ডা ছিল।
জানা গেছে, উপাচার্য রোস্তম আলী এখন তার কার্যালয়ে এক প্রকার ‘অবরুদ্ধ’ রয়েছেন। বাইরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।