বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে জাপান’

‘বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে জাপান’

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের যেকোনো প্রয়োজনে জাপানের বর্তমান সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সবসময় জাপান বাংলাদেশের পাশে রয়েছে। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন জাপানের রাষ্ট্রদূত।

স্মৃতিসৌধে এ সময় জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষ পালন বিধ কুদরোত ই খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877