বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

১ মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ১ লাখের নিচে

১ মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ১ লাখের নিচে

স্বদেশ ডেস্ক:

নতুন বছরের শুরুতেই ওমিক্রনের ধাক্কায় দিশেহারা হয়ে পড়েছিল ভারত। কিন্তু লকডাউন, কড়া বিধিনিষেধ, টিকাকরণে জোরের মধ্যে দিয়ে আবার ধীরে ধীরে সুস্থতার পথে দেশটি।

দীর্ঘ এক মাস পর দৈনিক করোনা সংক্রমণ নামল ১ লাখের নিচে। তবে এখনো মাথাব্যথার কারণ মৃত্যু হার। দৈনিক মৃতের সংখ্যাটা হাজারের নিচে নামলেও মারণ ভাইরাস যে এখনো নিজের ক্ষমতা হারায়নি, সেটাই স্পষ্ট।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। রোববারের বুলেটিনে সংখ্যাটা ছিল ১ লাখ ৭ হাজারের বেশি। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৯৩৮। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.২৫ শতাংশ করোনা পজিটিভ রেট। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। বিভিন্ন রাজ্যে খুলে গেছে স্কুল-কলেজ। পাঁচ রাজ্য আসন্ন বিধানসভা ভোটে প্রচারের ক্ষেত্রেও শিথিল হয়েছে বিধিনিষেধ।

তবে এসবের মধ্যেও চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। যা গতকালের তুলনায় বেশি। দেশে এখনো পর্যন্ত কোভিডের বলি ৫ লাখ ২ হাজার ৮৭৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877