বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

নড়াইলে বিলের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

নড়াইলে বিলের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

স্বদেশ ডেস্ক:

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে রামচন্দ্রপুর বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদ শেখ, ভুক্তভোগী এমদাদুল ইসলাম, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর শরীফসহ অনেকে।

ভুক্তভোগীরা বলেন, নড়াইলের রামচন্দ্রপুর এলাকায় প্রায় ৭০০ মিটার খাল খননের অভাবে  এ এলাকার প্রায় একশ একর জমিতে ৫ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে বোরো ধানসহ রবি শষ্য আবাদ করা যাচ্ছে না। এলাকার ৪০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। আমাদের দাবি, মাত্র ৭০০ মিটার খাল খনন করে রামচন্দ্রপুর এলাকার জলাবদ্ধতা দুর করা হোক। এতে কৃষক বাঁচবে, ফসল উৎপাদন বাড়বে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877