রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

পূর্ব ইউরোপে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছেন বাইডেন

পূর্ব ইউরোপে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছেন বাইডেন

স্বদেশ ডেস্ক:

পোল্যান্ড ও রোমানিয়ায় অতিরিক্ত আরও প্রায় ৩ হাজার সেনা পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া যখন ইউক্রেনে হামলার হুমকি দিচ্ছে, ঠিক তখনই পূর্ব ইউরোপের দুই ন্যাটো মিত্র দুই দেশে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের সীমান্তে ইতিমধ্যে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে মস্কো। তবে প্রতিবেশী দেশটিতে কোনো ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছে রাশিয়া।

কিন্তু নিজেদের দাবি পূরণ না হলে রাশিয়া অনির্দিষ্ট সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে। যার মধ্যে কিয়েভকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার প্রতিশ্রুতি যদি রাখা না হয়, তবে এমন পদক্ষেপ  নিতে পারে রাশিয়া।

বিবিসির খবরে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে ২ হাজার সেনা পাঠানো হবে পোল্যান্ড ও জার্মানিতে। তা ছাড়া জার্মানিতে থাকা আরও এক হাজার সেনা যাবে রোমানিয়ায়।

এদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধে নামতে রাশিয়াকে প্রলুব্ধ করছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগের পরপরই ইউরোপে মার্কিন সেনা বাড়ানোর এই ঘোষণা এসেছে। তবে যুক্তরাষ্ট্র যেসব সেনা মোতায়েন করছে, তারা ইউক্রেনে যুদ্ধ করবে না, বরং মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করবে বলে বুধবার জানিয়েছেন পেণ্টাগনের মুখপাত্র জন কিরবি।

ফোর্ট ব্র্যাগ ঘাঁটি থেকে দুই হাজার সেনার মধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার ৭০০ সদস্যকে পাঠানো হবে পোল্যান্ডে এবং ৩০০ সেনাসদস্যকে পাঠানো হবে জার্মানিতে।

অন্যদকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, আসছে দিনগুলোতে এসব সেনা মোতায়েন করা হবে। এ ছাড়া গত সপ্তাহে আরও সাড়ে ৮ হাজার সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877