সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

স্বদেশ ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মো. জদু মিয়া (৫২)।

সোমবার বেলা ১১টায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জাফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

জানা যায়, জদু মিয়া কিছু দিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। নির্বাচনি প্রচার চালাতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচার চালিয়ে অসুস্থ হয়ে গত ৫ দিন ধরে বিছানায় ছিলেন। সকালে আত্মীয়স্বজন সবাইকে ভোটকেন্দ্রে যেতে বলেন। আমরা ভোটকেন্দ্রে থাকাবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।

ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ