বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার

আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

১০ দলের অংশগ্রহণে হবে এবারের আইপিএল। ভারতের এই টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। তার আগেই প্রতিটি দল তিনজন করে তারকা ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে।

আইপিএলের নিলামে এবার নাম উঠল ভুটানের এক ক্রিকেটারের।  হিমালয়ের পাদদেশের এই ক্রিকেটারের নাম মিকিও দর্জি।

অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির।  নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটারের তালিকা তার নাম রয়েছে।  নিলাম শুরুর আগে এই তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার।

বিষয়টি জানা মিকি দর্জির। আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি।  ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন।  দিয়েছেন পরামর্শও।

ধোনি তাকে বলেছেন, ‘আনন্দময় চিত্তে থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও। আনন্দের সঙ্গে ক্রিকেট খেলে যাও।’

এসব তথ্য জানিয়ে নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।

 

উল্লেখ্য, এবারের আইপিলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় নাম রয়েছে বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
এ তালিকায় ৪৯ জন তারকার মধ্যে আরও রয়েছেন ডেভিড ওয়ার্নার, মুজিব উর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট।

প্রসঙ্গত, ভুটানে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে বেশি সময় হয়নি।  এরই মধ্যে আইসিসির অধিভুক্ত হয়েছে তারা। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এস এ গেমসের ক্রিকেটে ভুটান ক্রিকেট দল অংশ নেয়।  এবার পাহাড়ের দেশ থেকে বিশ্বের সবচেয়ে বেশি জমজমাট টি-টোয়েন্টি আসরের নিলামে প্রথমবারের মতো নাম লেখালেন ভুটানের এক ক্রিকেটার।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877