স্বদেশ ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ জন। গতকাল সোমবার রাতের এই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ জানায়, রাওয়ালপিন্ডির রবি সেন্টারের কাছে একটি আবাসিক এলাকায় ছোট সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন সেনাসদস্য ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
উল্লেখ, ২০১০ সালের পাকিস্তানের ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৫২ আরোহীর সবাই নিহত হয়। তার পরে এটি সবচেয়ে বড় দুর্ঘটনা।