স্বদেশ ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলায় ১৭ বছরের এক কিশোরের সঙ্গে একই গ্রামের ২৭ বছরের এক তরুণীর বিয়ে হয়েছে। গত শুক্রবার উপজেলার ভোলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল সোমবার ওই কিশোরের বাবা মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের বয়স ১৭ বছর এবং মেয়ে বিউটির বয়স ২৭ বছর। মেয়ের দুলাভাই খলিলসহ স্থানীয় কিছু লোকজন গত শুক্রবার তাকে রাস্তা থেকে ধরে নিয়ে জোরপূর্বক চার লাখ টাকা কাবিন করে বিয়ে দেয়।’
এই বিষয়ে মুক্তার হোসেন আরও বলেন, ‘ছেলের বয়স যেহেতু কম এইটা বাল্য বিয়ের আওতাভুক্ত হয়। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেবো।’
কনে বিউটির বাবা আবুল হোসেন বলেন, ‘ছেলে-মেয়ে পালিয়ে গিয়ে চার লাখ টাকা কাবিনে বিয়ে করেছে।’
ওই বিয়ের কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিয়ের সময় সব কাগজপত্র জমা দেওয়ার কারণে বিয়ের কাজ সম্পূর্ণ করেছি। কিছুদিন পর সফিক নামে এক লোক জন্মনিবন্ধন ফরমসহ এসে পাত্রের অপ্রাপ্ত বয়সের প্রমাণ দেখান।’
তিনি আরও বলেন, ‘মেয়ের পরিবারকে বলেছি যদি কাগজপত্র গরমিল থাকে তাহলে তারা কাবিননামা পাবে না।’