স্বদেশ ডেস্ক:
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে উত্তেজনা বাড়িয়ে আসন্ন ফেব্রুয়ারি মাসেই ইউক্রেনে হামলা হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে জো বাইডেন রুশ হামলার বিষয়ে এ হুশিয়ারি উচ্চারণ করেন। খবর আল জাজিরার।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন বলেন, ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ‘সুনিশ্চিত বা অতিস্পষ্ট সম্ভাবনা’ রয়েছে।
হোয়াইট হাউস বলছে, বাইডেন-জেলেনস্কির ফোনালাপ এবং সেখানে সম্ভাব্য হামলার হুশিয়ারি কিছু সময়ের জন্য প্রশাসনের কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তোলে।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন বলেছেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর ইউক্রেনে হামলার সুনিশ্চিত সম্ভাবনা রয়েছে। তিনি এটি প্রকাশ্যেই বলেছেন এবং আমরা কয়েক মাস ধরে এ সতর্কতা উচ্চারণ করে আসছি।’
সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এ কারণে, পশ্চিমা দেশগুলো অভিযোগ তুলেছে, যে কোনো সময় ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তবে মস্কো এখন পর্যন্ত এ অভিযোগ অস্বীকার করে আসছে। তবে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একটা দাবি এ সময় প্রবলভাবে পশ্চিমাদের সামনে তুলে ধরেছেন, কিছুতেই ন্যাটোয় নেওয়া যাবে না ইউক্রেনকে।
পাশাপাশি, সোভিয়েত ইউনিয়নের সাবেক এ প্রদেশে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে না- এমন প্রতিশ্রুতিও চান পুতিন।
এর আগে ২০১৪ সালে ইউক্রেনের থেকে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করে নিয়েছে রাশিয়া। এর পর পূর্ব ইউক্রেনে ‘মস্কোপন্থিদের বিচ্ছিন্নতাবাদিতায় উসকে দিয়ে’ যে সংঘাত শুরু করেছিল পুতিনের সেনাবাহিনী, এতে প্রায় ১৪ হাজার মানুষের প্রাণ ঝরেছে।