সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ওমিক্রনের তাণ্ডবে মৃত্যুর রেকর্ড

ওমিক্রনের তাণ্ডবে মৃত্যুর রেকর্ড

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ!

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজারের নিচেই ছিল। চার মাস পর দৈনিক মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। গতকাল বুধবার মৃতের সংখ্যা ছিল নয় হাজার ৬৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ৪৫ হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৭ লাখ মানুষ। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৩২ লাখ ২১ হাজার ৫৬৭ জন।

একই সময়ে করোনা থেকে বিশ্বে মোট সুস্থ হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৮৭০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪০৩ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৯৮ হাজার ৬৮০ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২৪ হাজার ৫০৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন এবং এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৭০২ জন।

ভারতে মোট চার কোটি তিন লাখ ৬৯ হাজার ৫৮৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৯১ হাজার ৭২৯ জনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877