মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

পানিতে দুধ ফেলে দিলেন অসহায় খামারীরা

পানিতে দুধ ফেলে দিলেন অসহায় খামারীরা

স্বদেশ ডেস্ক: দুধে শিসা, অ্যান্টিবায়োটিকসহ ক্ষতিকর উপদান পাওয়ায় মিল্কভিটা, প্রাণ, আড়ংসহ ১৪ প্রতিষ্ঠানের দুগ্ধ প্রক্রিয়াকরণ ও বিপণনে রোববার থেকে পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এমন আদেশের ফল এসব কোম্পানী সোমবার সকাল থেকে দুধ কেনা বন্ধ রাখে। এর ফলে বিপাকে পড়েন দেশের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারীরা।

প্রতিদিন শাহজাদপুর ও আশেপাশের এলাকায় লাখ লাখ গাভী থেকে প্রতিদিন প্রায় সাত লাখ লিটার দুধ উৎপাদন হয়। এর বেশিরভাগ দুধ ক্রয় করে মিল্কভিটা, প্রাণ, আফতাব, ব্রাকের আড়ং সহ বড় বড় কোম্পানী। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে এসব কোম্পানী সোমবার সকাল থেকে দুধ ক্রয় সম্পুর্ণভাবে বন্ধ রাখে।

খামারীরা তাদের দুধ বিক্রি করতে না পেরে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে বিভিন্ন লোকালয়ে ও বাজারে গিয়ে বিক্রি করতে বাধ্য হয়। গ্রাহকের তুলনায় দুধ বেশি হওয়ায় অনেক খামারী দুধ বিক্রি করতে না পেরে পানিতে দুধ ফেলে দেয়।

এদিকে সকালে বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান কারখানার সামনে জড়ো হয় বিভিন্ন দুধ ক্রয় সমিতির সদস্য ও নেতৃবৃন্দ। এসময় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা।

মিল্কভিটার সহকারী জেনারেল ম্যানেজার ডা. এ এফ এম ইদ্রিস বলেন, আদালতের আদেশের কারণে দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়েছে। আবার আদালতের নির্দেশ পেলেই কার্যক্রম শুরু করা হবে।

এদিকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর লাইসেন্সপ্রাপ্ত ১৪ কোম্পানির ‍দুধ উৎপাদন, বিক্রি, সরবরাহ, মজুদ ও ক্রয় পাঁচ সপ্তাহ বন্ধ রাখতে রোববার যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট- সোমবার তা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।  চেম্বার বিচারপতি মোহাম্মাদ নুরুজ্জামানের আদাল ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত রাখার নির্দেশ দেন।

সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত এ আদেশ দেন। আদালতে মিল্কভিটার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজি জিনাত হক ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। এ আদেশের ফলে স্বস্তি ফিরেছে খামারীদের মাঝে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877