স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ডেলটার মতো অতটা গুরুতর নয়। ডেলটা আক্রান্তদের থেকে ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে ভর্তি, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা ও মৃত্যুর হার বেশ কম। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তবে ওমিক্রন দ্রুত সংক্রমণ ছড়ানোয় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তিতে রেকর্ড হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা পড়েছে চাপের মুখে রয়েছে বলেও জানা গেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) এক সাপ্তাহিক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার নতুন এ গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, করোনা শনাক্তের ঊর্ধ্বগতি সত্ত্বেও ওমিক্রন ধরনের কারণে দেখা দেওয়া করোনার চলমান ঢেউয়ে হাসপাতালে ও আইসিইউতে ভর্তির হার গত শীতের চেয়ে ২৯ শতাংশ। এর আগে অতি সংক্রামক আরেক ধরন ডেলটার কারণে দেখা দেওয়া করোনার ঢেউয়ের সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।
গবেষণায় আরও বলা হয়েছে, ওমিক্রন আক্রান্ত রোগীদের অবস্থা গুরুতর না হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে যেমন রয়েছে টিকাদানের গড় হার বেশি, ঝুঁকিতে থাকা ও বয়োজ্যেষ্ঠদের বুস্টার ডোজ দেওয়া এবং এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ব্যবস্থা।
সিডিসি বলেছে, গবেষণায় পাওয়া এসব তথ্য যুক্তরাষ্ট্রের আগে ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়া দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে হওয়া গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সিডিসি আরও জানিয়েছে, ওমিক্রনে তুলনামূলকভাবে শিশুদের হাসপাতালে ভর্তির হার বেশি হওয়ার কারণ সম্ভবত প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের টিকাদানের হার কম। যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এখনো টিকা দেওয়া শুরু হয়নি। এ ছাড়া প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশু-কিশোরদের টিকাদানের হার বেশ কম।