স্বদেশ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে ভাগ্নিকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন মামা আমির হোসেন আমু। এই অভিযোগে মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিজ বাড়িতে ভাগ্নিকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন আমির হোসেন। এ ঘটনার চার মাস পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানতে পারে পরিবার। পরে সোমবার ধামরাই থানায় আমির হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ধামরাইর কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, অভিযুক্তকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।