রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
বাজারে আসছে ‘মেসি বার্গার’

বাজারে আসছে ‘মেসি বার্গার’

স্পোর্টস ডেস্ক:

২০১৩ সালে ‘লো লাতান’নামে বার্গারের প্রচলন করে প্যারিসের এক রেস্তোরাঁ। লাতান ইব্রাহিমোভিচ তখন পিএসজিতে ছিলেন। স্বাভাবিকভাবেই তার প্রতি নৈবেদ্যর প্রকাশ থেকেই বার্গারটি বাজারে ছাড়া হয়। খেলাধুলায় তারকাদের নামে খাবারের প্রচলন নতুন কিছু নয়। বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, স্টিফেন কিংদের নামে বানানো বার্গারে কামড় বসিয়ে বেশ ভালোই স্বাদ পান মার্কিন নাগরিকেরা।

এবার তারই ধারাবাহিকতায় বাজারে আসছে মেসি বার্গার। যেটি নিয়ে আসছে ইংল্যান্ডের চেইন রেস্তোরাঁ হার্ড রক ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি এর আগেও আর্জেন্টাইন তারকার সঙ্গে নানা প্রচারণায় কাজ করেছে। ভাবনাটা এই প্রতিষ্ঠানেরই। আগামী মার্চ থেকে এ রেস্তোরাঁর সব শাখায় বার্গার পাওয়া যাবে। তবে মায়ামি এবং ফ্লোরিডায় এরই মধ্যে ‘মেসি বার্গার’ বিক্রি শুরু করেছে হার্ড রক ইন্টারন্যাশনাল।

এ বছরের প্রথম দিন থেকে মায়ামি ও ফ্লোরিডায় হার্ড রকের শাখা রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে ‘মেসি বার্গার’।১ মার্চ থেকে তা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী হার্ড রকের সব শাখায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ পিএসজি ফরোয়ার্ডের নামে বানানো বার্গারের দাম জানাতে পারেনি। তবে এই বার্গারের ‘ট্রায়াল’ (পরীক্ষামূলক বিক্রি) চলাকালীন দাম ছিল ১১.৯৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৩ টাকা)।

তবে ‘ফাস্ট ফুড পোস্ট’জানিয়েছে, বার্গারের সঙ্গে ডিম ভাজি নিলে দাম ২ ডলার বাড়বে এবং এর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই নিলে অতিরিক্ত আরও ৩.৯৫ ডলার গুনতে হবে। গরুর গোশতের টুকরো, পনির, বিশেষভাবে বানানো রুটি, লেটুস, লাল পেঁয়াজ, টমেটো এবং হার্ড রকের খ্যাতনামা ধোঁয়াটে সসেজ দিয়ে এই বার্গার বানানো হয়।

এ বিষয়ে রেস্তোরাঁটির প্রধান নির্বাহী জন লুকাস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বের খ্যাতিমান ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে আমাদের জুটি আরও এগিয়ে নেওয়াটা সম্মানের বিষয়।

তিনি আরও বলেন, ‘লিভ গ্রেটনেস’ নামে আমরা যে প্রচারণা চালাচ্ছি, সেটাও এই উদ্যোগের মাধ্যমে অন্য এক উচ্চতায় পৌঁছে গেল। মার্চে আমরা খাবারটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877