শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে : স্বাস্থ্যের ডিজি

সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে : স্বাস্থ্যের ডিজি

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়ছে। যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণের হার ইতিমধ্যেই ২০ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ সোমবার বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যের ডিজি বলেন, ‘দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। আজ (সোমবার) শনাক্তের হার আমরা দেখতে পেয়েছি ২০ দশমিক ৮৮ শতাংশে চলে এসেছে।’

তিনি বলেন, ‘অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনো ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।’

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে করোনায় এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877