সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী : বছরব্যাপী ক্রিকেট কার্নিভাল…….

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী : বছরব্যাপী ক্রিকেট কার্নিভাল…….

স্বদেশ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিসিবি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-২০ ম্যাচ ছাড়াও এর অংশ হিসেবে থাকবে বছরব্যাপী ১২ বছরের নিচে বয়সীদের জন্য ক্রিকেট কার্নিভালের ব্যবস্থা। বিসিবির কার্যনির্বাহী সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-২০ ম্যাচ ছাড়াও আমরা যা করছি, ‘সারা দেশব্যাপী ১২ বছরের নিচে যারা (ছেলেমেয়ে) তাদের নিয়ে একটা ক্রিকেট কার্নিভালের ব্যবস্থা করেছি। সারা বছর ধরেই চলবে হয়তো। সময়টা এখনো ঠিক করিনি। কিন্তু এর অনুদানটা নিয়ে নিয়েছি। এ ছাড়া যুব টি-২০ একটা ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে সারা বাংলাদেশের যুব সমাজকে নিয়ে একটা টুর্নামেন্ট করব। এটাও চূড়ান্ত হয়েছে।’

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে ম্যাচ দুটি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ দুটিকে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদার দিতে সম্মত হয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877