রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

ইতালিতে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা, শঙ্কায় প্রবাসীরা

ইতালিতে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা, শঙ্কায় প্রবাসীরা

স্বদেশ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি প্রথম, দ্বিতীয় ধাক্কা সামলিয়ে স্বাভাবিক হলেও ওমিক্রন দাপটে ফের ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপ বাড়তে থাকায় নাগরিকদের নিয়ে আবারও নতুন করে ভাবতে হচ্ছে দেশটির সরকারকে। ইতিমধ্যে দেশটির বিভিন্ন প্রদেশ ঝুঁকিপূর্ণ ইয়েলো জোনে প্রবেশ করেছে। সেইসঙ্গে দেওয়া হয়েছে বিভিন্ন বিধিনিষেধ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৫৭৭ জন। আর এই দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৬ জন।

সংক্রামণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি উদ্বিগ্ন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। তারা সবার প্রতি স্বাস্থ্যবিধি ও সরকারের বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব শুরু হয় ইতালিতে। ওই বছরের মার্চ থেকেই মহামারি আকারে ধারণ করে করোনা। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছেন ১ লাখ ৪০ হাজার ১৮৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877