রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বঙ্গোপসাগর থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

বঙ্গোপসাগর থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

স্বদেশ ডেস্ক:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। তারা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। এরই পরিপ্রেক্ষিতে ছদ্মবেশে র‌্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877