স্বদেশ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দাবানলের মতো আমেরিকার ছড়িয়ে পড়তে পাড়ে। আর এতে সবাই আক্রান্ত হতে পারে।
আমেরিকার ওমিক্রন পরিস্থিতি নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের ভাইস প্রেসিডেন্ট জে স্টিফেন মরিসনের সঙ্গে কথা বলেছেন ফাউসি।খবর সিএনএনের।
ফাউসি তাকে আরও বলেন, অমিক্রনের সংক্রমণক্ষমতা অস্বাভাবিক। শেষমেশ হয়তো এটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে।
যারা টিকা নিয়েছেন, বুস্টার ডোজ নিয়েছেন, তারাও এর সংস্পর্শে আসতে পারেন। তাদের মধ্যে অনেকে আক্রান্ত হতে পারেন।
তবে কিছু ব্যতিক্রম ছাড়া টিকা নেওয়া যারা আক্রান্ত হবেন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মারা যাওয়ার আশঙ্কা কম।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি দেশটির সরকারের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
টিকা কর্মসূচি শুরুর পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাপ্তাহিক পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
কিন্তু এরপরও দেশটির সাড়ে ছয় কোটি মানুষ এখনো টিকা নেননি। টিকা নিতে সক্ষম প্রতি পাঁচজনে একজন এখনও টিকা নেননি।